চীনের বিনিয়োগের অধিকাংশ অর্থ লুট করে দিয়ে গেছে বিগত ফ্যাসিস্ট সরকার, তারা আর জনগণের কাছে ফিরে আসতে পারবে না। এমন মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার (৩১ মার্চ) সকালে জামালপুর দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সম্প্রতি ডঃ মুহাম্মদ ইউনুসের চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি।
ঈদের নামাজ শেষে তিনি, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।
এসময় ঈদগাঁ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাঈফুল ইসলাম সহ উপজেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এস আর /জামালপুর লাইভ