, ,

কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করলেন এমপি হোসনে আরা

জামালপুর লাইভ Avatar

নিজস্ব প্রতিবেদক : কোমলমতি শিশুদের নিয়ে জামালপুরের ইসলামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন পালন করা হয়েছে।

জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা উদ্যেগে শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ইসলামপুর পৌর শহরের কিংজাল্লাহ এলাকায় এমপির নিজ বাসভবন প্রাঙ্গণে প্রায় ৩ শতাধিক কোমলমতি শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটেন এমপি হোসনে আরা। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শেখ রাসেলসহ জাতির পিতা ও তার পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি হোসনে আরা বলেন,‘শেখ রাসেল আজ বেঁচে থাকলে তার বয়স ৬০ বছর হতো। তার জ্ঞান, মেধা, প্রজ্ঞা নেতৃত্বের গুণাবলি আমাদের কাজে লাগতো। দেশের কাজে লাগতো। শেখ রাসেলকে শিশু বিবেচনা করে নয়, বঙ্গবন্ধুর রক্ত চিন্তা করে ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করেছে।’

এমপি হোসনে আরা আরও বলেন, মানব সভ্যতার ইতিহাসে শেখ রাসেলকে হত্যা ঘৃণ্য অপরাধের ইতিহাস। সভ্যতার ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ডে কোনো নারী বা অবলা শিশুকে টার্গেট করা হয় না। শিশু রাসেলকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধু পরিবারের শেষ প্রদীপ নিঃশেষ করতে চেয়েছিল। শিশুপুত্র শেখ রাসেল তার নিষ্পাপ প্রাণ উৎসর্গ করে বঙ্গবন্ধুর অনুসারীদের মধ্যে যে দ্বীপ শিখা জ্বালিয়ে গেছেন, তা আজ লাখো কোটি রাসেল অনুসারীদের মাঝে ছড়িয়ে আছে।

শেয়ার করুন
জামালপুর লাইভ Avatar
Author Profile

John Doe

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam.

Search
Tags

There’s no content to show here yet.