‘সত্য সংগ্রামে নতুন পথ’ শ্লোগানকে ধারন করে বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করে আসছে নিউ নিউজ টোয়েন্টিফোর ডট নেট ( https://newnews24.net )অনলাইন নিউজ পোর্টাল। অনলাইন সংবাদ মাধ্যমটি দেশ ও জাতির জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান।
এই সংবাদ সংস্থার জন্য জরুরী ভিত্তিতে দেশের প্রত্যেকটি বিভাগ, জেলা ও উপজেলা, সকল বিশ্ববিদ্যালয় (ক্যাম্পাস) ও কলেজের (ক্ষুদে) সংবাদকর্মী, ফটো সাংবাদিক, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিজ্ঞাপন এজেন্ট এবং বিশ্বের যেকোন দেশে বসবাসরত বাংলাদেশী সংবাদকর্মী নিয়োগ দেয়া হবে।
সাংবাদিকতার মত সম্মানজনক, সাহসীকতা চ্যালেঞ্জিং পেশায় যোগদান করে মেধা বিকাশে দেশ ও জনগনের সেবায় আপনি আমন্ত্রিত।
প্রার্থীর যোগ্যতা :
১. শিক্ষাগত যোগ্যতা: জেলা প্রতিনিধির জন্য ন্যুনতম ডিগ্রী/সমমান এবং উপজেলা প্রতিনিধির জন্য ন্যুনতম এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. সৎ, নির্ভীক ও দৃঢ় মনোবল সম্পন্ন হতে হবে।
৩.উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে।
৪ .সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
৫. নতুন এবং অভিজ্ঞদের অগ্রাধিকার।
৬.পুরুষ ও মেয়ে উভায়েই কাজ করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া :
পাঠানো আবেদন যাচাই বাছাই করে কেবল যোগ্যদের সাথে যোগাযোগ করা হবে এবং নির্বাচিতদের কে নিজ উপজেলায় প্রশিক্ষণ প্রদান করা হবে।
জিমেইল করে যা যা পাঠাতে হবে :
১. শিক্ষাগত যোগ্যতার সনদ
২. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ
৩. সংশ্লিষ্ট জণপ্রতিনিধি কর্তৃক সাক্ষরিত সনদ
৪. সদ্য তোলা রঙিন ছবি ২ কপি
৫.নিজের মোবাইল নম্বর দিতে হবে
৬.আত্বীয় স্বজন হয় এমন এক ব্যক্তির ফোন নম্বর দিতে হবে
আবেদন পাঠাবেন নিচের এই ঠিকানায়
newnews24.net@gmail.com
‘নিউ নিউজ২৪ ডট নেট’ এ শীঘ্রই নিম্নোক্ত সুযোগ-সুবিধা দেওয়া হবে:
১. সংবাদকর্মী নিজে কোন কঠিন বিপদ আপদে আক্রান্ত হলে পত্রিকা আর্থিক সাহায্যে এগিয়ে আসবে
২. পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে সংবাদকর্মীকে পত্রিকা থেকে আইনি সহায়তা প্রদান করা হবে।
৩. পেশাগত দায়িত্ব পালনের সময় ক্যামেরা ভাংচুর বা হামলার শিকার হলে পত্রিকা পাশে দাঁড়াবে।
৪. পত্রিকার লোগো সহ প্রতিবছর দুটি টিশার্ট দেওয়া হবে।
৫. শর্ত ও আলোচনা সাপেক্ষে মাসিক বেতন দেওয়া হবে।
৬. বিভিন্ন উৎসব ভাতা প্রদান করা হবে।
৭. স্থায়ী প্রতিনিধিদের আইডি কার্ড ও ‘নিউ নিউজ২৪’ কর্তৃক প্রদত্ত ভিজিটিং কার্ড প্রদান করা হবে।
আগ্রহীগন অতিসত্ত্বর যোগাযোগ করুন:মোবাইল: ০১৭১৯-৯৬২২৮৭ অথবা ০১৭৭৮১৩৮২৯৯
নিউজ ও সিভি পাঠান এই ঠিকানায়: newnews24.net@gmail.com
শর্তসমূহ :
১.কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২.নিজের স্মার্টফোন থাকতে হবে।
৩.নিজের ব্যবহৃত একটি জিমেইল/ ইমেইল ও একটি ফেইসবুক আইডি থাকতে হবে।
৪.অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে।
৫.কপি নিউজ করা যাবে না।
৬.বাসি নিউজ করা যাবে না।
৭.প্রতিটি নিউজ ফেসবুকে শিয়ার করতে হবে।
৮.ঘটনার সাথে সাথেই, নিউজ করে সবার আগে পাঠাতে হবে।
৯.মাসে অন্তত দুটি জনদূভোর্গের ভিডিও নিউজ করে পাঠাতে হবে।
১০. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে।
১১.রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধী নিউজ করা যাবে না।
১২. কোন রাজনৈতিক দলের সদস্য হওয়া যাবে না।
১৩.সাংবাদিক পরিচয়ে হুমকি ধামকি দিয়ে ঘুষ গ্রহন ও চাঁদাবাজি করা যাবে না।
এস আর /জামালপুর লাইভ