সাহিদুর রহমান : জামালপুরের ইসলামপুরে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ সাজেদা বেগম(৩০) নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ৬০হাজার টাকা। বুধবার ( ১৭ ফেব্রুয়ারী) সকালে ইসলামপুর রেলক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়। সে জামালপুর শহরের মুসলিমাবাদ গ্রামের শহিদুল্লাহের স্ত্রী।
থানা সূত্রে জানা গেছে , সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর থানা এস.আই মাহমুদুল হাসান মোড়লের নেতৃত্বে একদল পুলিশ সদস্য নিয়ে ইসলামপুর শহরের রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় পরিতোষের বাসা সামনে সড়কে অটো থামিয়ে মহিলা পুলিশ দিয়ে সাজেদা (৩০) বেগমের দেহ তল্লাশী করে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আটকৃত সাজেদা জানায়, ভোরে ইসলামপুরে গুঠাইল থেকে ফেন্সিডিলি নিয়ে রিক্সাযোগে মোশারফগঞ্জ বাজার হয়ে অটো নিয়ে জামালপুর যাচ্ছিল।
এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,আটককৃত মহিলা ফেন্সিডিল ব্যাবসায়ীকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ২৫-বি-২৯৭৪ সালের বিশেষ মতা আইনে আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল নিজ হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
এস আর /জামালপুর লাইভ