নিজস্ব প্রতিনিধি : জামালপুর শহরের এক ব্যবসায়ীর দোকানে এবং বাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।
শুক্রবার (৮জানুয়ারি) সাড়ে রাত নয়টার দিকে শহরের উত্তর কাচারিপাড়ার নিজ বাসার সামনে থেকে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
মামলার এজাহারে জানা গেছে ,এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না পাওয়ায় ওই ব্যবসায়ীর দোকানে ইদু ও তার লোকজন অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় দোকানের ম্যানেজারকে মারধর করে মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় দোকানের ম্যানেজার মাহমুদুর রহমান লাবু বুধবার রাতে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের পরেই ইদুকে গ্রেফতার করে। মামলায় ইদুকে প্রধান আসামি করে, এছাড়াও আরো ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান গ্রেফতারের ঘটনা সতত্য স্বীকার করে বলেন, ইদুকে রাতে তার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে,তাকে শনিবার আদালতে তোলা হবে। এছাড়াও অন্য আসামীদের গ্রেফতারে জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এস আর /জামালপুর লাইভ