মোহাম্মদ আলী জিন্নাহ্ , নিজস্ব প্রতিনিধি (মাদারগঞ্জ ) : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাদক সেবনের টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে মাদকাসক্ত ছেলে। গত সোমবার রাতে জিলানী (২৬) নামে ওই মাদকাসক্ত ছেলেকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে জিলানীকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পৌরসভার উত্তর গাবের গ্রাম থেকে তাকে আটক করা হয়। জিলানী উপজেলার উত্তর গাবের গ্রাম এলাকার আলফেট মন্ডলের ছেলে।
জানা গেছে, মাদকাসক্ত জিলানী মাদক সেবনের জন্য বৃদ্ধ বাবার কাছে টাকা চায়। টাকা না দিলে কুড়াল দিয়ে কুপিয়ে বৃদ্ধ বাবা গুরুতর জখম করে গত শনিবার। এ ঘটনায় গুরুত্বর আহত আলফেট, এর মেয়ে বাদী হয়ে রবিবার মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি তদন্ত কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে মাদকের আসামী কে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এস আর /জামালপুর লাইভ