মোফাজ্জল হোসেন, নিজস্ব প্রতিনিধি: শেরপুরের নকলা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত ৫৯ জন মনোনয়নপত্র দাখিল করেছে বলে উপজেলা নির্ব্চন অফিস সূত্রে জানা গেছে। যার মধ্যে মেয়র পদে ৫জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন, বিএনপির মনোনিত প্রার্থী এনামুল হক রিপন, বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন ও মোক্তার হোসেন।
মনোনয়নপত্র জমাকারী প্রার্থীদের মনোনয়নপত্র আগামী ৩ জানুয়ারী যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারী এবং ভোট গ্রহন হবে ৩০ জানুয়ারী।