Archives

বিনোদন

হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত অক্ষয়

হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত অক্ষয়

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার। রোববার (০৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছিলেন বলিউডের এই সুপারস্টার। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন।

কিন্তু সোমবার (০৫ এপ্রিল) সকালে হাসপাতালে ভর্তি হতে হলো এই খিলাড়ি তারকাকে।

হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করে অক্ষয় কুমার টুইটারে লিখেছেন, “সকলের উষ্ণ ভালোবাসা এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। আমি ভালো আছি। তবে চিকিৎসকদের নির্দেশ মেনে হাসপাতালে ভর্তি হতে হলো। আশা করছি শিগগিরই ফিরে আসবো। সকলে ভালো থাকবেন।”

করোনা আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত অক্ষয় কুমার তার পরবর্তী সিনেমা ‘রাম সেতু’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ এবং নুসরাত ভারুচা।

এছাড়াও অক্ষয় কুমারের হাতে রয়েছে ‘বেল বটম’, ‘পৃথ্বীরাজ’, ‘বোল বচ্চন’, ‘সূর্যবংশী’সহ আরও বেশ কয়েকটি ছবির কাজ। সূত্র: বার্তা২৪,কম

এসএসআর/জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: