Archives

বিনোদন

সার্জারি হবে, আর লিখতে পারছি না: অমিতাভ বচ্চন

সার্জারি হবে, আর লিখতে পারছি না: অমিতাভ বচ্চন

নিউজ ডেস্ক: অস্ত্রোপচার হতে চলেছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের। ব্যক্তিগত ব্লগে নিজেই এই খবর জানিয়েছেন ৭৮ বছর বয়সী অভিনেতা।

কীসের অপারেশন, তার বিস্তারিত কিছু জানাননি বিগ বি। শুধু লিখেছেন, ‘স্বাস্থ্যের পরিস্থিতি… অপারেশন… কিছু লিখতে পারছি না ‘

ইতোমধ্যে এ খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জালে। ব্লগ দেখে বিগ বি’র দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন তার ভক্ত-অনুসারীরা। অমিতাভের ব্লগের ওই ছোট্ট বার্তা দেখে সকলেরই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে ফিরুন।

গত বছরের মাঝামাঝিতে বিগ বি এবং পরিবারের আরও তিন সদস্য করোনায় আক্রান্ত হন। অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাইয়ের পাশাপাশি করোনা পজিটিভ হন ছোট্ট আরাধ্যাও। ঐশ্বরিয়া এবং আরাধ্যা হোম আইসোলেশনে থাকলেও অমিতাভ বচ্চন এবং অভিষেককে ভর্তি হতে হয় হাসপাতালে। এরপর সুস্থ হয়ে বিগ বি আবার শুটিং ফ্লোরেও ফিরেছেন। সম্প্রতি নতুন ছবি ‘মে ডে’র শুটিং করছেন। কিন্তু তারমধ্যেও এবার অপারেশনে টেবিলে যেতে হচ্ছে তাকে। সূত্র:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এসএসআর/জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: