Archives

দেওয়ানগঞ্জ

সানন্দবাড়ী বাজারে অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ি বাজারের কাপড় পট্টিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডে প্রায় ১২ টি দোকান পুড়ে ছাই হয়েছে ও আংশিক ক্ষতি হয়েছে আরও ১৫ টি দোকান। এতে প্রায় ২ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার দুপুর দেড়টার দিকে দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারের মসজিদ মার্কেট কাপড় পট্টিতে কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলীর দোকান থেকে বিদ্যুৎতের শর্ট সার্কিটের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুহুর্তের মধ্যে আগুন আসপাশের দোকানে ছড়িয়ে পরে।

এতে,কাপড় ব্যবসায়ী সাকাওয়াত,গোলাম মোস্তফা,ইয়াকুব আলী,সিরাজুল হকসহ ১২টি দোকানের নগদ টাকাসহ মালামাল  পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে রৌমারী উপজেলার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দুই ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বার্তা সম্পাদক
%d bloggers like this: