Archives

ইসলামপুরজামালপুর

সাংবাদিক খাদেমুল হক বাবুল মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত

সাংবাদিক খাদেমুল হক বাবুল মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি : দৈনিক আমাদের নতুন সময়ের জামালপুর প্রতিনিধি সাংবাদিক খাদেমুল হক বাবুল মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর ) সকাল ৮টার দিকে জামালপুর-ইসলামপুর বাইপাস সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ইসলামপুরস্থ বাসা থেকে জামালপুর জিলা স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে তন্ময়কে সাথে নিয়ে জামালপুরের উদ্দেশ্যে সাংবাদিক খাদেমুল হক বাবুল মোটরসাইকেল নিজে চালিয়ে রওনা হন।

মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের কালিবাড়ী বাজার সংলগ্ন ঢাকা জামে মসজিদের সামনে কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তাচ্যুত হয়। এতে সাংবাদিক খাদেমুল হক বাবুলের পা ও হাত ভেঙে যায়। পরে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকাস্থ ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত সাংবাদিক খাদেমুল হক বাবুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বার্তা সম্পাদক
%d bloggers like this: