Archives

বিশ্ব সংবাদ

মিয়ানমার সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহবান বাইডেনের

মিয়ানমারের সেনাবাহিনীকে ক্ষমতা ত্যাগ করার আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামরিক অভ্যুত্থানে আটক অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ডেস্ক নিউজ: মিয়ানমারের সেনাবাহিনীকে ক্ষমতা ত্যাগ করার আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সামরিক অভ্যুত্থানে আটক অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার( ৪ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসিডেন্ট বাইডেন তার প্রথম বৈদেশিক নীতির ভাষণে এ আহবান জানিয়েছেন। খবর আল জাজিরা।

গণতন্ত্রে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে কোন সন্দেহ থাকতে পারে না যে, গণতন্ত্রে কখনই জোর করে জনগণের ইচ্ছা বিরুদ্ধে কোন কিছুই করা সম্ভব নয়। সেই সঙ্গে বিশ্বাসযোগ্য নির্বাচনের ফলাফলকে মুছে ফেলার চেষ্টা করা উচিত নয়।

বাইডেন বলেন, বার্মিজ সামরিক বাহিনীর দখল করা ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত এবং তাদের আটককৃত আইনজীবী ও কর্মী ও কর্মকর্তাদের মুক্তি দেওয়া উচিত, টেলিযোগাযোগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সহিংসতা থেকে বিরত থাকতে হবে।

গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন অং সান সু চির দল। তবে নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে মিয়ানমার সেনাবাহিনী। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এক অভ্যুত্থানে সোমবার (১ ফেব্রুয়ারি) সেনাবাহিনী কমান্ডার মিন অং হ্লেইং ক্ষমতা দখল করেন।

সূত্র: বার্তা২৪.কম

এসএসআর /জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: