Archives

জামালপুরমেলান্দহ

মহানবী (সা.)’র ব্যাঙ্গচিত্র প্রদর্শেনের জামালপুরে প্রতিবাদে বিক্ষোভ

মহানবী (স)’র ব্যাঙ্গচিত্র প্রদর্শেনের জামালপুরে প্রতিবাদে বিক্ষোভ

মো. শাহ্ জামাল, নিজস্ব প্রতিনিধি : ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জামালপুরের মেলান্দহে মিছিল করেছে ইত্তেফাকুল উলামা।

মঙ্গলবার ( ২৭ অক্টোবর )বিকালে আসর নামাজ শেষে উপজেলার কেন্দ্রেীয় জামে মসজিদ থেকে এ মিছিলটি বের করা হয়। ইত্তেফাকুল উলামার আয়োজনে বিক্ষোভ মিছিলটি  মেলান্দহে বাজারসহ উপজেলার গুরুত্ব স্থান প্রদক্ষিণ করে।

মিছিল শেষে কেন্দ্রীয় জামে মসজিদ গেটে সমাবেশে বক্তব্য রাখেন, মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান মাওলানা রহমতুল্লাহ আল হেসাইনী, কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতী ইশরামুল্লাহ প্রমুখ।

বক্তারা ফ্রান্সের কার্টুনিস্টের ফাঁসি দাবিসহ পণ্য বর্জনের ঘোষণা দেন।

এস আর /জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: