Archives

ইসলামপুরজামালপুরশিক্ষা

বাহাদুরপুর পূর্বপাড়া বিশেষ শিক্ষা বিদ্যালয়ে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত

বাহাদুরপুর পূর্বপাড়া বিশেষ শিক্ষা বিদ্যালয়ে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বাহাদুরপুর পূর্বপাড়া বিশেষ শিক্ষা বিদ্যালয়ে (প্রতিবন্ধী) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে। রোববার ( ১৮ অক্টোবর) সকালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাহাদুরপুর পূর্বপাড়া বিশেষ শিক্ষা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মো. কোরবান আলী মাস্টার।

বাহাদুরপুর পূর্বপাড়া বিশেষ শিক্ষা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মনির উজ্জামান (বাবর আলী), বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম শাহ্ ফকির, বেলগাছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামানসহ আরও অনেকেই।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, স্থানীয় মেম্বার মুঞ্জুরুল হক,হাবিবুর রহমান (ফকির),জসিজল হক, মো. জাকিউল সরদারসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

এস আর /জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: