Archives

জামালপুরজামালপুর সদর

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে ফেলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৮ ডিসেম্বর) জামালপুর জেলা আওয়ামী লীগের নির্দেশে পৌর আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী বিােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন। শহেরর বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিােভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদনি করে সরকারী জাহেদা সফি মহিলা কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।  মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, এ্যাড. আমান উল্লাহ আকাশ, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা,

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা ছাত্র লীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চাঁন, আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, কৃষি বিষয়ক সম্পাদক উসমান গণি মুছা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবীদ মোখলেছুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান,

মঞ্জুরুল ইসলাম লানজু, সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, সরোয়ার হোসেন শান্ত, শাহরিয়ার উজ্জ্বল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, সহ-সভাপতি ডাক্তার সাঈদ বেগম, সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন ময়‚রী, জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ,

দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি ইকরামুল হক নবীন, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা,

পৌর যুব মহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, সহ-সভাপতি অ্যাডভোকেট জায়েদুল ইসলাম জাবেদ, বিএম রাজন, শহর ছাত্রলীগের আহবায়ক মোঃ জুয়েল মিয়া সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস আর /জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: