Archives

জাতীয়নির্বাচিত সংবাদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ধর্মপ্রতিমন্ত্রীর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ধর্মপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি  : নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বুধবার সকাল ১০ টায় রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি সবাইকে সাথে নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আব্দুন নাসের বাবুল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের সেখ, শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলমসহ আরও অনেকেই।

জানা গেছে, নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া তিনি প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এ্যাডভোকেট শেখ মো: আব্দুল্লাহর কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন।

এস আর /জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: