Archives

ইসলামপুরজামালপুর

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

সাহিদুর রহমান : মুজিববর্ষ উপলক্ষে জামালপুরের ইসলামপুরে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিচ্ছবি বই বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান।

শনিবার ( ২ জানুয়ারি) বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাঝে বই বিতরণ করেন তিনি।

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম মোস্তাফিজুর রহমান,সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুলসহ আরও অনেকেই।

এস আর/জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: