Archives

জামালপুরবকশীগঞ্জ

বকশীগঞ্জে মডার্ন কলেজে একাডেমিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

বকশীগঞ্জে মডার্ন কলেজে একাডেমিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

রকিবুল হাসান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জের আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজ প্রাঙ্গনে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের (প্রথম ধাপ) নির্মাণ কাজ শুরু হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার ( ২৬ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গনে একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।

কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগমের সভাপতিত্বে একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, জামালপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সৈয়দ আলিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্থানীয় সাংসদ এর প্রতিনিধি প্রকৌশলী নুরুল আমিন ফোরকান।

এসময় অন্যান্যের মধ্যে অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী আলহাজ গাজী মো. আমানুজ্জামান , বকশীগঞ্জ উপজেলা পিআইও হাসান মাহবুব খান, জামালপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা,

বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, আমেরিকান প্রবাসী মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুম সহ কলেজের শিক্ষক-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন ।

এস আর /জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: