Archives

ইসলামপুরজামালপুর

ফ্রান্সে মহানবী (সা.)কে অবমাননার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তৌহিদী জনতা।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আশরাফুল উলুম মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় বটতলা চত্তরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা ইত্তেফাকুল উলামার সহ সভাপতি মুফতি ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,আশ্রাফুল উলুম মাদ্রাসার মোহতামীম মাওলানা আব্দুল খালেক, উপজেলা ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা আব্দুল হাই,মাওলানা মিনহাজ উদ্দিন,মাওলানা আক্রামুজ্জামানসহ আরও অনেকেই।

এ সময় উপস্থিতি সকলেই ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জন ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সরকারের নিকট দাবী জানান।

সমাবেশ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোরের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এস আর / জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: