Archives

জামালপুরজামালপুর সদর

নারী শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে জামালপুরে বিএনপির মানববন্ধন

নারী শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে জামালপুরে বিএনপির মানববন্ধন

মেহেদী হাসান,নিজস্ব প্রতিনিধি : নারী শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে জামালপুরে বিএনপি’র নেতাকর্মীরা মানববন্ধন করেছে। শহরের স্টেশন রোডে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

জেলা বিএনপির উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা লিয়াকত আলী, লোকমান আহমেদ খান লোটন, সাজ্জাদ হোসেন পল্টন, খন্দকার আহসানুজ্জামান রুমেল, রহুল আমীন মিলন, সজিব খান, আব্দুস সোবহান, রফিকুল ইসলাম রফিক, মনোয়ারুল ইসলাম কর্ণেল,শাহ মাসুদ, আনিসুর রহমান লুলু, সোহেল রানা খান, ওমরুজ্জামান চৌধুরী দর্শন, সেলিনা আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বক্তারা বলেন, সারাদেশে নারীদের উপর অব্যাহত ধর্ষণ, নারী ও শিশুর উপর অব্যাহত নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। বর্তমান সরকারের আমলে ধর্ষণ ও নির্যাতনের সঠিক বিচার না হওয়ায় ধর্ষকদের দৌরাত্ব বেড়েই চলেছে। ধর্ষকদের দৌরাত্ব সঠিক বিচারের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা সম্ভব। বক্তরা ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এস আর /জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: