Archives

সারাদেশ

টিকাটুলিতে অবৈধ রাসায়নিক গুদামে র‌্যাবের অভিযান, ৩ গুদাম সিলগালা

রাজধানীর টিকাটুলিতে রাসায়নিকের অবৈধ গুদামে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে র‌্যাব। এছাড়া অবৈধ তিনটি গুদাম সিলগালা করা হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

সিলগালা হওয়া তিনটি রাসায়নিক গুদাম হলো- যমুনা সাইন্টিফিক কোম্পানি, ইয়াসিন সাইন্টিফিক, শাহাজান ও জসীম সাইন্টিফিক। পরে তিনটি কোম্পানির অবৈধ গুদাম সিলগালা করে দেয়া হয়। এসময় আটক করা হয় ৬ জনকে। পরে মাইট ও মর্ডান নামে আরও দুটি কোম্পানির গুদামে অভিযান চালানো হয়। এসময় বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলাও করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে।

বার্তা সম্পাদক
%d bloggers like this: