Archives

জামালপুরজামালপুর সদররাজনীতি

জামালপুরে যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরে যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেহেদী হাসান, নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা যুবদলের আয়োজনে পৃথক পৃথক আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার ( ২৭ অক্টোবর) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সফিউর রহমান সফি, সদস্য সচিব রুহুল আমিন মিলন,সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক হাসান সরোয়ার মঞ্জু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক ও সিনিয়র যুগ্মআহবায়ক সফিকুল ইসলাম সফিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। পরে নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন।

এস আর /জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: