Archives

উন্নয়নে জামালপুরজামালপুরজামালপুর সদর

জামালপুরে বিআরটিসি’র এসি বাসের উদ্বোধন

মেহেদী হাসান, নিজস্ব   প্রতিনিধি : সড়ক পথে যোগাযোগ ব্যবস্হার উন্নয়নকল্পে জামালপুরে বিআরটিসি’র এসি বাসের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (৪সেপ্টম্বর)  সকাল জামালপুর জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে বিআরটিসি’র এসি বাসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ এনামুল হক।

এসময় উপস্হিত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব জেসমিন নাহার, পুলিশ সুপার দেলোয়ার হোসেন,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, বীরমুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি এম,এ জলিল, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ইকরামুল হক নবিন ও দোকান মালিক সমিতির সভাপতি মতিউর রহমান প্রমূখ।

গাড়ি ছাড়ার সময়- ও স্থান

ডিসি অফিস,জামালপুর
১ম গাড়ী – সকাল ৮ায়
২য় গাড়ী-রাত ১২টায়
ছাড়ার সময়- বিআরটিসি(BRTC)কমলাপুর, ঢাকা।
১ম গাড়ী -দুপুর ১২.৩০মিনিট
২য় গাড়ী – বিকাল ৫.৩০মিনিট।
টিকিট মূল্য-৪৭০ টাকা
আসন সংখ্যা-৪৫

বার্তা সম্পাদক
%d bloggers like this: