Archives

জামালপুরজামালপুর সদর

জামালপুরে বসত বাড়িতে ভাংচুর ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন

জামালপুরে বসত বাড়িতে ভাংচুর ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : জামালপুরে বসত বাড়ি ভাংচুর করে গুড়িয়ে দেয়া ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভূক্তভোগী পরিবার। রোববার (২ মে ) দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জমির মালিক মাহবুবা আক্তার লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি জানান, গত বছর শহরের মুকন্দবাড়ী এলকায় নাসরিন জাহানের নিকট থেকে ৫ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। কিন্তু গত কিছুদিন যাবৎ ভূমিদস্যু আনোয়ার হোসেন বাবলু ও আমিনুল ইসলাম বাচ্চু জমিটি বেদখলের হুমকি দিয়ে আসছিলো।

এর প্রেক্ষিতে জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হলেও গত ১ মে শনিবার ভূমিদস্যু আনোয়ার হোসেন বাবলু ও আমিনুল ইসলাম বাচ্চু সন্ত্রাসী বাহিনী নিয়ে সীমানা প্রাচীর ভেঙে প্রবেশ করে তার বসত বাড়িতে হামলা ও ভাংচুর করে গুড়িয়ে দেয় এবং লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।

এছাড়াও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে, এ ব্যাপারে পুলিশকে জানিয়েও কোন প্রতিকার পাননি। ভূক্তভোগীরা প্রশাসনের কাছে তাদের পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা প্রদানের জন্য আবেদন জানান। সংবাদ সম্মেলনে মাহবুবা আক্তারের স্বামী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযুক্ত আনোয়ার হোসেন বাবলুর কাছে অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।

এস আর /জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: