Archives

জামালপুরজামালপুর সদর

জামালপুরে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

জামালপুরে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

মেহেদী হাসান,নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলা খাদ্য বিভাগ চুক্তিবদ্ধ চালকল মালিকদের কাছ থেকে আমন চাল সংগ্রহ অভিযান শুরু করেছে।

বৃহস্পতিবার ( ২৪ ডিসেম্বর) দুপুরে জামালপুর সিংহজানী খাদ্যগুদামে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।

এ সময় জামালপুর জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন খসরু, জামালপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস আহমেদ, সদরের সিংহজানী খাদ্য গুদাম সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, চলতি মৌসুমে সদর উপজেলায় চুক্তিবদ্ধ চালকল মালিকের কাছ থেকে সিংহজানী খাদ্য গুদাম ও পিয়ারপুর খাদ্যগুদামে ৮ হাজার ৮৫৭ মেক্ট্রিক টন সিদ্ধ চাল, ৪১ মেক্ট্রিক  টন আতপ চাল ও ১ হাজার ১০১ মেক্ট্রিক  টন ধান সংগ্রহ করা হবে।

এস আর /জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: