Archives

বিনোদন

ছেলেকে প্রকাশ্যে আনলেন অমৃতা রাও

ছেলেকে প্রকাশ্যে আনলেন অমৃতা রাও

নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী অমৃতা রাও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে জনসম্মুখে আসতে খুব একটা পছন্দ করেন এ কথা কম বেশি সকলেরই জানা।

তাইতো গত বছরের নভেম্বরে প্রথম পুত্র সন্তানকে স্বাগত জানানোর পর তার কোনো ছবি প্রকাশ্যে আনেননি এই অভিনেত্রী।

তবে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ছেলেকে সামনে আনলেন অমৃতা রাও। সেই সঙ্গে জানালেন তার নামটিও।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছেলের প্রথম ছবি শেয়ার করেছেন অমৃতা রাও। যেখানে দেখা যাচ্ছে, মা-বাবার সঙ্গে হাসিতে মেতে রয়েছে ছোট্ট বীর।

ছবিটির ক্যাপশনে অমৃতা লিখেছেন, ‘আমাদের বিশ্ব… আমাদের খুশি…বীর।’

সাত বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালে রেডিও জকি আনমোলের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান অমৃতা রাও। গত ২ নভেম্বর তাদের ঘর আলোকিত করে আসে প্রথম পুত্র সন্তান বীর।

অমৃতাকে শেষ পর্দায় দেখা গিয়েছে বাল ঠাকরের বায়োপিক ‘ঠাকরে’তে , যেখানে অভিনেতা নওয়াজুদ্দিনের স্ত্রী মীনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সূত্র: বার্তা২৪.কম

এসএসআর/জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: