Archives

বিশ্ব সংবাদ

গিনিতে দফায় দফায় বিস্ফোরণে নিহত ১৫, আহত ৫০০

গিনিতে দফায় দফায় বিস্ফোরণে নিহত ১৫, আহত ৫০০

নিউজ ডেস্ক: মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলীয় দেশ নিরক্ষীয় গিনিতে সামরিক ব্যারাকের কাছে দফায় দফায় বিস্ফোরণে ১৫ জন নিহত ও প্রায় ৫০০ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গিনির প্রধান শহর বাটায় স্থানীয় সময় রোববার (০৭ মার্চ) সেনাবাহিনীর ব্যারাকের কাছে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গিনির প্রেসিডেন্ট তেওদোরো ওবিয়াং এঙ্গেমা জানিয়েছেন, দিনের বেলা অবহেলাজনিত কারণে ব্যারাকের গুদামে এসব বিস্ফোরণ ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে বিস্ফোরণ স্থল থেকে ওঠা বিশাল ধোঁয়ার কুণ্ডুলি ও ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের প্রতিবেদনে দেখা গেছে ধ্বংসস্তুপে মাঝে বেঁচে থাকা মানুষগুলিকে খোঁজ করতে এবং ধসে পড়া ভবন থেকে ধ্বংসাবশেষ সরাতে দেখা গেছে।

দেশটির প্রেসিডেন্ট তেওদোরো ওবিয়াং এঙ্গেমা এক বিবৃতিতে বলেছেন, বিস্ফোরণে বাটার প্রায় সমস্ত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এ ঘটনায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

কৃষকরা ব্যারাকের আশপাশের ক্ষেতে আগুন দেওয়ার কারণেও এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

কয়েকটি টুইটে গিনির স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির স্বেচ্ছাসেবী স্বাস্থ্য কর্মীদের বাটা আঞ্চলিক হাসপাতালে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং রক্তদানের জন্যও বলেন।
সূত্র: বার্তা২৪.কম

এসএসআর/জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: