Archives

ইসলামপুরজামালপুর

ইসলামপুর পৌর কার্যালয়ে ৭টি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

ইসলামপুর পৌর কার্যালয়ে ৭টি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

সাহিদুর রহমান : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে জামালপুরের ইসলামপুর পৌর সভা কার্যালয়ের ৭টি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১২ সেপ্টম্বর ) সকালে পৌর সভা কার্যালয়ের হল রুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত ২৩শে জুলাই জাতীয় একটি দৈনিক পত্রিকায় ইসলামপুর পৌর সভার ৮টি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং ওই সব পদের আবেদন শেষ তারিখ নির্ধারণ করা হয় গত ৮ আগস্ট। যার পরিপ্রেক্ষিতে শনিবার সকালে ৭টি পদের জন্য ৩৫জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এসময় নিয়োগ বোর্ডের সভাপতি পৌর মেয়র আব্দুল কাদের শেখ ও নিয়োগ বোর্ডের সদস্য পৌর সচিব নুরুল ইসলাম মিন্টু, স্থানীয় সরকার প্রতিনিধি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নিয়োগ বোর্ডের সদস্য আনোয়ারাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এস আর /জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: