Archives

খেলাধুলা

অক্ষর-অশ্বিন জাদুতে সিরিজ ভারতের

অক্ষর-অশ্বিন জাদুতে সিরিজ ভারতের

নিউজ ডেস্ক: চতুর্থ ও শেষ টেস্টের তৃতীয় দিনে দুরন্ত এক জয় ছিনিয়ে নিল ভারত। আহমেদাবাদে ইনিংস ও ২৫ রানে জিতে ৩-১ ব্যবধানে সিরিজটাও নিজেদের করে নিল ক্যাপ্টেন বিরাট কোহলির দল।

সিরিজের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও পেল স্বাগতিকরা। ফাইনালে তাদের লড়াই হবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের বোলিং দাপটে অতিথি ইংল্যান্ড গুটিয়ে গেছে ১৩৫ রানে। ড্যান লরেন্স ৫০ জো রুট ৩০ রান করেন। ৫টি করে উইকেট নেন অক্ষর ও অশ্বিন।

রিশব পান্থ (১০১) ও ওয়াশিংটন সুন্দর (৯৬*) ব্যাটিং দৃঢ়তায় ভার প্রথম ইনিংসে তোলে ৩৬৫ রান।

তার আগে সফরকারী ইংলিশ শিবির প্রথম ইনিংসে করে ২০৫ রান।

সূত্র: বার্তা২৪.কম

এসএসআর/জামালপুর লাইভ

বার্তা সম্পাদক
%d bloggers like this: